সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল শব্দ তৈরি করে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন, যা অনেকের মন জয় করেছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, অনেকেই ওই পুলিশ সদস্যের সৃজনশীল এবং শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করার কৌশলের প্রশংসা করেছেন।
এবার রিয়াদ হোসেন নামের সেই পুলিশ কর্মকর্তা এমন কৌশলী আচরণের পেছনের গল্প শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, তার মায়ের কথা রাখতেই লাঠি চার্জ না করে এমন ভিন্ন কৌশল বেছে নেন।
রিয়াদ হোসেন বর্তমানে ডেমরা পুলিশ লাইনে কর্তব্যরত আছেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার মা আমাকে সব সময় বলতেন, আমি যেন কাউকে আঘাত না করি বা কারও বিরুদ্ধে মারমুখী না হই।
কখন আন্দোলন হয় তা আমাদের জানা থাকে না। সেদিন দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয়ে গেটে আসে, প্রবেশ করতে চায়। এমতাবস্থায় সেখানে তাদের বাঁধা দেওয়া। বলা হয়, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নিষেধ। তাদের বলা হয়, তারা যেন সচিবালয়ে প্রবেশ না করেন, যোগ করেন তিনি।
রিয়াদ আরও বলেন, সিনিয়রদের কথা অনুযায়ী, আমরা যথাযথ ব্যবস্থা নেই। সম্পূর্ণ কম বল প্রয়োগ করে, কারও যেন ক্ষতি সাধন না হয় (এমনভাবে কাজ করি)। আমি রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল, সেখানে আঘাত করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি। আমাদের সিনিয়ররা নির্দেশনা দেন, তাদের যেন বেশি ক্ষয়ক্ষতি না হয়। তাদের যেন ভয়ভীতি দেখিয়ে ছত্রভঙ্গ করা হয়।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের পুলিশে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেনিংয়ে আমাদের শেখানো হয়েছে, যথেষ্ট কম বল প্রয়োগ করে, সরকারি সম্পত্তি ক্ষতিসাধন না করে যাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারি। তারাও আমাদের ভাই, তাদেরকে আমরা বেশি বলপ্রয়োগ না করে, গায়ে আঘাত না করে যাতে তাদের জায়গা থেকে ছত্রভঙ্গ করতে পারি, এটাই আমাদের অনেক পাওয়া।
এস এইচ/
Discussion about this post