রাজধানীল সরকারি মহিলা ইডেন কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় তিনি কলেজে আসেন। পরে তাকে পরীক্ষার হল থেকে আটক করা হয়।
জানা গেছে, বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তিনি বিভাগের সংশ্লিষ্ট কাজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তী সময়ে লালবাগ থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়।
শিক্ষার্থীদের দাবি, বৈশাখী ক্যাম্পাসে ‘মব’ সৃষ্টির জন্যই এসেছিল। তা নাহলে তাকে অবরুদ্ধ করার পর তার মুখে হাসি ছিল কেন?
এ বিষয়ে তাৎক্ষণিক সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শামসুন নাহার। তিনি ছাত্রলীগ নেত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কেন ক্যাম্পাসে এসেছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি।
এম এইচ/
Discussion about this post