যাদের চেহারা বছরের একবার দেখা যায় না, তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।
তিনি বলেছেন, ‘এখন অনেকের মুখে দেখবেন নতুন নতুন করে নির্বাচনের কথা ফুটেছে। আজ থেকে ৭ মাস আগেও তাদের মুখে নির্বাচনের কথা ছিল না। তারা মাঠে পর্যন্ত দাঁড়াতে পারত না। এ অভ্যুত্থান, এ প্রাণ ত্যাগ তাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু তারা সেটা ভুলে যাচ্ছেন। শহীদদের প্রাণ যারা কেড়ে নিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সে কথা বলতে তারা ভুলে যাচ্ছেন। আমরা বার বার মনি করিয়ে দিচ্ছি।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় সামান্তা সকল অন্যায়ের বিরুদ্ধে নাগরিক কমিটি দাঁড়াবে বলেও ঘোষণা দেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা এমন কাউকে ভোট দেবেন না যাদের চেহারা বছরের একবার দেখেন না। এ বিষয়ে সাবধান হয়ে যান। দলীয় সংঘর্ষে জনগণের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, আমরা সেটা বন্ধ করতে চাই। বাংলাদেশে নির্বাচনের সময় শান্তিপূর্ণভাবে একদল থেকে আরেক দল ক্ষমতা পাবে।’
মতবিনিময়ে জাতীয় নাগরিক কমিটির শিল্প ও বাণিজ্য সেল সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফয়সালসহ জুলাই-আগস্টের শহীদ পরিবারের সদস্য, স্থানীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য দেন। এছাড়া বিকেলে ভোলার চরফ্যাশনে অপর একটি সভায় বক্তব্য দিয়েছেন সামান্তা শারমিন।
এম এইচ/
Discussion about this post