সিলেটের জৈন্তাপুরে কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই কিশোরী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় প্রতিবেশীদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করেন তার দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভিকটিম ওই কিশোরীর মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উসমান গনি জানান, ভিকটিমের সৎমা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মঙ্গলবার সকালে গ্রেফতার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এস এইচ/
Discussion about this post