আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা উঠেছে কাল বুধবার (১৯ ফেব্রুয়ারি)। পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি ব্রিটিশ হাইকমিশন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে একটি পোস্ট করা হয় ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড পেজ থেকে। সেখানে বাংলাদেশের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায় সারাহ কুককে।
হাইব্রিড মডেলের আসর হওয়ায় এবার পাকিস্তানের পাশাপাশি কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মূলত, গ্রুপ পর্ব ও নকআউট স্টেজে ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইতে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে মেন ইন ব্লু’রা।
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পর বাকি দুটি ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল।রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ দুটি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।
এম এইচ/
Discussion about this post