রাজধানীর রামপুরা বনশ্রী সি-ব্লকের পাঁচ নাম্বার রোডে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে (৪৩) গুলি ও কুপিয়ে আহত করে, ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে, ডি ব্লকের বাসায় ফেরার পথে ৩ থেকে ৪টি মোটরসাইকেলযোগে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী গুলি করে ব্যবসায়ীকে আহত করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়।
আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মজিবুর রহমান এ তথ্য জানান।
সংবাদ পেয়ে ব্যবসায়ীর ছেলে সায়মন হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, প্রতিদিনের মতো তার বাবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যবসায়ী জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এম এইচ/
Discussion about this post