রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার এসআই সুমন আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. নাজিম ও মো. বকুল নামের এই দুজনকে দ্রুতই ঢাকা মেডিকেলে নেওয়া হবে।
এরআগে, মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে স্থানীয়রা। পরে তাঁদের পেটানোর পর পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি বলেন, প্রাথমিকভাব জানতে পেরেছি আহতরা পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়েছে। পরে পথচারীরা তাদের প্রধান সড়কে এনে ফুটওভার ব্রিজের ওপর নিয়ে গণপিটুনি দিয়েছে। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একদল মানুষ দড়ি বেঁধে উল্টো করে অর্ধ উলঙ্গ করে ঝুলিয়ে দিচ্ছে দুই ব্যক্তিকে। পরে মারধরও করা হচ্ছে।
এ ইউ/
Discussion about this post