ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দিবে যুক্তরাজ্য। ডাউনিং স্ট্রিটে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ কথা বলেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি যুক্তরাজ্য সফর করেন। দেশটিতে পা রেখেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে ‘ভাল বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে স্যার কিয়ার স্টারমার জেলেনস্কির সঙ্গে ২.২৬ বিলিয়ন পাউন্ড লোনের (২.৮৪ বিলিয়ন ডলার) সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি স্বাক্ষর করেন। আটককৃত রুশ সম্পত্তি থেকে লোনের অর্থ ইউক্রেনকে দেয়া হবে।
শনিবার জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর স্যার কিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা বলেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী রোববার (০২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন। যেখানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে আলোচনা করা হবে। পাশাপাশি জেলেনস্কি ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন।
এসব বৈঠকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলির ছায়া পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ার কারণে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটা নিয়েও আলোচনা হবে।
কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিজেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সেতুবন্ধ হিসেবে দেখাতে এবং কাজ করতে চাইছেন। জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের শুক্রবারের বৈঠকের এক দিন আগে স্টারমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছিলেন। ওই বৈঠকে তিনি ট্রাম্পের হাতে রাজা চার্লসের একটি আমন্ত্রণপত্র তুলে দেন। ওই চিঠিতে ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রঃ বিবিসি
এ ইউ/
Discussion about this post