ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ চিঠি এসেছে। এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি। কংগ্রেসে ভাষণ দেয়ার সময় এই চিঠি পড়িয়ে শোনান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে এটাই ট্রাম্পের প্রথম ভাষণ।
ট্রাম্প বলেছেন শান্তি আলোচনা ‘যত দ্রুত সম্ভব’ শুরু করতে ইউক্রেন প্রস্তুত। তিনি একইসঙ্গে বলেছেন, রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।
এদিকে, ট্রাম্পের ভাষণকে স্বাগত জানিয়েছে ইউক্রেনে হামলাকারী রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেন এবং বলেন ‘প্রশ্ন হলো কে কার সঙ্গে বসছে’। তিনি মনে করিয়ে দেন যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা নিয়ে ইউক্রেন সরকারের একটি নিষেধাজ্ঞা রয়েছে।
অন্যদিকে জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়েরম্যাক রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শান্তি চাইলে প্রতিদিনকার হামলার বন্ধ করতে হবে।’ টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ চাইলে রাশিয়াকে প্রতিদিনকার গোলাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।
এদিকে, ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ১৮১টি ড্রোন হামলা হয়েছে এবং এর মধ্যে ১১৫টি ড্রোন তারা ভূপাতিত করেছে।
সূত্র: বিবিসি
এস এইচ/
Discussion about this post