ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সিয়াম (৪) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় তার সৎ ভাইকে (১৪) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সিয়ামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সৎ ভাইয়ের দেওয়া তথ্য মতে বাড়ির পাশে শামীম আলী নামে এক কৃষকের ভুট্টাখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানান, সিয়ামকে হত্যা করার কারণ জানতে চাইলে তার সৎ ভাই জানান, সৎ মা তাকে ঠিকভাবে ভরণপোষণ দিচ্ছিল না। সব ক্ষেত্রে তাকে বঞ্চিত করা হচ্ছিল। এতে ক্ষোভে সিয়ামকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি।
পীরগঞ্জ থানার এস আই আবদুল হালিম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সৎ ভাইকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
সূত্র: আরটিভি
এস এইচ/
Discussion about this post