নরসিংদীতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে ঘরে থাকা সুমাইয়া আক্তার (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে ছাই হয়ে মারা যায়।
অগ্নিকাণ্ডের সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকান্ডে বসত ঘরের সাথে মেয়েটিও ভস্মিভুত হয়ে মারা যায়। বৈদুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এম এইচ/
Discussion about this post