রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গাজীপাড়ার মো. রুস্তম সরদারের ছেলে ও গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত মোটরসাইকেল আরোহী দুজনও আহত ছিল, তারা মোটরসাইকেলটি ঘুরিয়ে ফরিদপুরের চিকিৎসার জন্য চলে যায়।
তারা আরও জানান, জাহিদুলের স্ত্রী শিবরামপুর মামুন গ্রুপে চাকরি করেন। রাতে তার স্ত্রীকে এগিয়ে নিতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ছোটব্রিজ আসলে গোয়ালন্দগামী মোটরসাইকেলটির সঙ্গে মহাসড়কে সংঘর্ষ হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বাইসাইকেল আরোহী জাহিদুল সরদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
এ ইউ/
Discussion about this post