আজ থেকে ঢাকায় ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শেনজেন ভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে।
এছাড়া, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এই সেবা চলতি বছরের থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে।
মোট ৯টি দেশের এই নতুন উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ গমনের পথ সুগম করবে, পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় করবে।
একইসঙ্গে অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভিএফএস হেল্প ডেস্কে (+88) 09606 777 333 বা (+88) 09666 911 382 (সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও https://vfsforms.mioot.com/forms/CFNC/-এ আপনি তাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে ভিএফএস গ্লোবালে পৌঁছাতে পারবেন।
এ ইউ/
Discussion about this post