যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গেল বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। রোববার স্টুডেন্ট ওয়ার্কার্স অব কলাম্বিয়া ইউনিয়ন এই তথ্য দিয়েছে।
ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার শিক্ষার্থীর নাম মাহমুদ খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের শিক্ষার্থী। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহমুদ খলিলের স্ত্রী মার্কিন নাগরিক এবং আট মাসের অন্তঃসত্ত্বা। মাহমুদ খলিলের গ্রেপ্তারের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিশ্রুতি পূরণের প্রথম প্রচেষ্টার একটা বলে মনে হচ্ছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিনিপন্থী প্রতিবাদী আন্দোলনে জড়িত কিছু বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। এই আন্দোলনকে তিনি ‘ইহুদিবিদ্বেষী’ বলেও অভিহিত করেন।
তবে মাহমুদ খলিল তার আন্দোলনকে যুদ্ধবিরোধী আন্দোলন বলে অভিহিত করছেন। এই আন্দোলনে ইহুদি ছাত্র ও গোষ্ঠীগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থী বিক্ষোভকারীদের পক্ষের প্রধান আলোচকদের একজন ছিলেন মাহমুদ খলিল।
শনিবার গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে মাহমুদ খলিল বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন। তিনি শিক্ষার্থী বিক্ষোভকারীদের নিয়ে ট্রাম্পের সমালোচনা সম্পর্কে কথা বলেন। মাহমুদ খলিল বলেন, তিনি এই বিষয়ে উদ্বিগ্ন যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য সরকার তাকে লক্ষ্যবস্তু করেছে।
অনলাইনে পাওয়া জীবনবৃত্তান্ত অনুসারে, মাহমুদ খলিল সিরিয়ার একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বেড়ে ওঠেন। তিনি বৈরুতে ব্রিটিশ দূতাবাসে কাজ করেছেন। মাহমুদ খলিলের গ্রেপ্তার বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি তার আইনজীবী অ্যামি গ্রিয়ার। এছাড়া তার স্ত্রীও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, আইনি বাধ্যবাধকতার কারণে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স কোনো স্বতন্ত্র শিক্ষার্থী সম্পর্কে তথ্য দিতে পারে না। তবে এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ বলেছে, তারা তাদের শিক্ষার্থীদের আইনি অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্ররা এ বিষয়ে করা প্রশ্নের উত্তর দেননি।
এ ইউ/
Discussion about this post