কাশ্মীরের কাঠুয়ায় নিখোঁজের পর নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পেছনে ‘গভীর ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) মন্ত্রী জিতেন্দ্র সিংহ। খবর এএনআইয়ের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে মন্ত্রী বলেন, “কাঠুয়া জেলার বানি এলাকায় সন্ত্রাসীদের দ্বারা ৩ যুবকের নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং সেইসাথে অত্যন্ত উদ্বেগের বিষয়। এই শান্তিপূর্ণ এলাকার পরিবেশ নষ্ট করার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিজেই জম্মুতে পৌঁছেছেন যাতে ঘটনাস্থলে পরিস্থিতি মূল্যায়ন করা যায়। আমি নিশ্চিত যে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং জনগণের আস্থা দৃঢ় থাকে তা নিশ্চিতে কাজ করা হবে।”
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিখোঁজ হওয়া তিন ব্যক্তিকে শনিবার একটি নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এরা হলেন যশ (২০), দর্শন (৪০) এবং বরুণ (১৪)। একটি নদীতে ওই তিন জনের মরদেহ ভেসে যাচ্ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে আরও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিয়ের শোভাযাত্রায় বিলওয়ারের দেহোটা গ্রাম থেকে মহলারের সুরাগ গ্রামে যাওয়ার সময় তারা নিখোঁজ হন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে জম্মু যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সেখানে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিধায়ক রামেশ্বর সিংহ রোববার রাতে বিলওয়ার মহকুমা হাসপাতালে নিহতের পরিজনের সঙ্গে দেখা করতে গেলে কিছু লোক তাকে হেনস্থা করেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়া ঘটনার প্রতিবাদে বিলওয়ার শহরে সোমবার বন্ধ ডাকা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ব্যাপক পুলিশ এবং আধাসেনা মোতায়েন করে প্রশাসন।
পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র নেত্রী ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘‘কাঠুয়ার পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অল্প সময়ের মধ্যে অন্তত এক ডজন মানুষ জীবন হারিয়েছেন। তারা নিহত হয়েছেন পুলিশের গুলিতে বা গোরক্ষকদের হামলায়। আরও তিনটি মরদেহ পাওয়া গেল, যার মধ্যে ১৪ বছরের নাবালকও রয়েছে। এটা অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা।’’
এ ইউ/
Discussion about this post