মেক্সিকোর দুটি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১০ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যের একটি মহাসড়কে একটি বাস উল্টে গিয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং আরও ১২ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়াক্সাকা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সান্তো ডোমিঙ্গো নারোর সম্প্রদায়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে এবং এর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
মেক্সিকোর সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন এবং তারা রবিবার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আয়োজিত প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের সমাবেশ থেকে ফিরছিলেন।
অন্যদিকে মেক্সিকোর উত্তরের ডুরাঙ্গো রাজ্যে একটি ট্রাক্টর-ট্রেলার এবং বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বাসে থাকা ২৪ জনের মধ্যে মাত্র ১০ জন প্রাণে বেঁচে যেতে সক্ষম হয়েছেন।
একাধিক সূত্রে জানা গেছে, মেক্সিকোতে প্রতি বছর প্রায় ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত ৮ ফেব্রুয়ারি মেক্সিকোর ক্যাম্পেচে রাজ্যে একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছিলেন।
সূত্র: এএফপি
এ ইউ/
Discussion about this post