রাজধানীর উত্তরখান থানাধীন পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হয়েছেন শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০)।
পুলিশ বলছে, ওই বাসায় সাইফুর রহমান একাই থাকতেন। দুদিন আগে তার বাসায় একজন নারী ও একজন পুরুষ এসে উঠেছিলেন। তাদের খোঁজ চলছে।
রোববার (৯ মার্চ) ভোরের দিকে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পাওয়ার পর সোমবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ।
উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বলেন, উত্তরখানের ওই বাসায় গত বছরের আগস্ট–সেপ্টেম্বর থেকে ভাড়া থাকতেন সাইফুর রহমান। কয়েকদিন আগে এক নারী ও তরুণকে ভাবি–ভাতিজা পরিচয়ে বাসায় নিয়ে আসেন তিনি। গতকাল সোমবার সেহরির সময় সাইফুর রহমান বাথরুমে গেলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যান তারা।
ওসি বলেন, পরে রক্তাক্ত অবস্থায় সাইফুর রহমান বাথরুমের দরজা ভেঙে ব্যালকনিতে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহত সাইফুরের স্ত্রী সাদিয়া রেহমান দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন। ওসি জানান, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হলে সাইফুর রহমান উত্তরখানে থাকতে শুরু করেন।
তিনি আরও বলেন, সাইফুর রহমানের বিষয়ে খবর দেওয়া হলে তার স্ত্রী লাশ নিতে অস্বীকার করেন। থানায় আসতে বললেও তিনি আসেননি।
এ শিক্ষকের হত্যাকাণ্ডের খবরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জড়ো হন নিহতের স্বজন, কলেজের ছাত্র ও শিক্ষকরা।
নিহতের বড় ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বলেন, সাইফুরের বাসা শান্তিনগরে। সেখানে দুই ছেলেসহ তার স্ত্রী থাকেন। তবে কয়েক মাস ধরে সাইফুর উত্তরখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন বলে শুনেছেন। তবে সেখানে কখনও যাননি। এ নিয়ে সাইফুরের স্ত্রী সাদিয়া রহমান বা ছেলেরা তাকে কখনও কিছু জানাননি বা অভিযোগ করেননি।
তার ভাষ্য, পারিবারিক আলোচনায় বিষয়টা নিয়ে কখনও কথা হয়নি। উত্তরখানে সাইফুরের স্ত্রীর নামে আড়াই কাঠা জমি রয়েছে বলে সবাই জানতেন। সেই জমিটি বেদখল হয়ে গিয়েছিল। তিন-চার মাস আগে জমিটি উদ্ধার করার তথ্য দিয়েছিলেন।
এ ইউ/
Discussion about this post