উত্তর সাগরে গতকাল সোমবার (১০ মার্চ) সকালে দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় লাগা আগুন এখনও জ্বলছে। দুই জাহাজের একটিতে বিমানের জ্বালানি ছিল এবং অন্যটিতে বিষাক্ত কেমিক্যাল ছিল। খবর বিবিসি
যুক্তরাজ্যের জাতীয় মেরিটাইম জরুরি সেবা (এইচএম) জানিয়েছে, দুই জাহাজে সংঘর্ষের ঘটনায় একজন ক্রু নিখোঁজ রয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সংঘর্ষ হওয়া দুই জাহাজের একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্টেনা ইমাকুলেট। যেটি মার্কিন সামরিক বাহিনীর হয়ে জ্বালানি তেল সরবরাহ করছিল। অন্যটি পর্তুগিজ পতাকাবাহী সোলং।
ডিভিশনাল কোস্টগার্ড কমান্ডার ম্যাথিউ অ্যাটকিনসন বলেন, জাহাজ থেকে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিখোঁজ হওয়া ক্রু সোলং জাহাজের ছিল।
ওয়েল ট্যাংকারে থাকা এক ব্যক্তি বিবিসিকে বলেন, সোলং জাহাজটি ১৬ নট গতিতে ছুটে এসে স্টেনা ইমাকুলেট জাহাজকে ধাক্কা দেয়। এ সময় ক্রুরা জীবন বাঁচাতে হাতের কাছে যা ছিল তাই নিয়ে ভেলায় উঠে পড়েন।
হাম্বার মোহনার কাছে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবেশগত ক্ষয়ক্ষতি নির্ধারণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
স্টেনা ইমাকুলেট জাহাজের পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, সংঘর্ষে ট্যাংকারটি ফেটে যাওয়ার পরই এতে বিস্ফোরণ ঘটে।
নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রকে হাজারো মানুষের অভ্যর্থনা, রাজতন্ত্র ফেরানোর আহ্বান
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের জ্বালানি তেল সরবরাহ করছিল। কিন্তু জাহাজটি দুর্ঘটনার শিকার হওয়ার সামরিক কার্যক্রম পরিচালনার ওপর কোনো প্রভাব ফেলবে না।
দুর্ঘটনার পরই কোস্টগার্ডের একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া আগুন নেভাতে চারটি ভ্যাসেল জাহাজ কাজ করছে।
এ ইউ/
Discussion about this post