পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনে নির্বিচারে গুলি চালিয়েছে সশস্ত্র হামলাকারীরা। ট্রেনটিতে ৪৫০ জনের বেশি যাত্রী রয়েছে যাদেরকে জিম্মি করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন সশস্ত্র হামলাকারীরা।
প্রদেশের রাজধানী কোয়েটার সিনিয়র রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা চলন্ত ট্রেনটির ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে।’ খবর জিও নিউজের।
দেশটির রেলওয়ে কর্মকর্তারা বলেছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি ট্রেনে হামলার দায় স্বীকার করেছে।
এক বিবৃতিতে বিএলএ বলেছে, তারা ট্রেনের নিরাপত্তা বাহিনী-সহ যাত্রীদের জিম্মি করেছে। যদিও প্রাদেশিক সরকার কিংবা রেলওয়ের সরকারি কর্মকর্তারা যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বিএলএর জিম্মি করার দাবির বিষয়টি নিশ্চিত করেনি।
সূত্রঃ চানেল ২৪
এ ইউ/
Discussion about this post