রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথোপকথন করেছেন। এ সময় মস্কোর নেতা রিয়াদের নেতাকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং পারস্পারিক সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পবিত্র রমজান মাসে সৌদি আরবের কর্তৃপক্ষ এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।’
ক্রেমলিনের মতে, পুতিন এবং সালমান রাশিয়া-সৌদি উচ্চ স্তরের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলকভাবে এটিকে আরও বিকশিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের জেদ্দায় ওয়াশিংটন-কিয়েভের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর ফোনে দুই নেতার এই কথোপকথন অনুষ্ঠিত হলো।
এ সময় যুবরাজ সংলাপ সহজতর করার জন্য এবং ইউক্রেনের সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ওপর সৌদির প্রতিশ্রুতির উপর জোর দেন।
এম এইচ/
Discussion about this post