টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড আমেরিকার মধ্য ও দক্ষিণাঞ্চল। এতে মিসৌরি অঙ্গরাজ্যে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোর আঘাতে মিসৌরি, ইন্ডিয়ানা, ইলিনয়, টেক্সাস ও আরকানসাসে ২ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন মিসৌরির গভর্নর।
এদিকে, সিবিএস নিউজ জানিয়েছে, ধ্বংসাত্মক ঝড় টেক্সাস এবং ওকলাহোমাতেও আঘাত হেনেছে। ওই দুটি অঙ্গরাজ্যে শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত বেশ কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমা ফরেস্ট্রি সার্ভিসের মতে, দাবানলের কারণে এরইমধ্যে ২৭ হাজার ৫০০ একর জমি পুড়ে গেছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
এম এইচ/
Discussion about this post