কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী সমাবেশে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর কাছে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার করলেন ইয়াবা মনির খ্যাত মো. মনির হোসেন।
তার মাদকের রমরমা ব্যবসায় তার সিন্ডিকেট ছিল বিশাল৷ জিবনের প্রায় ৩০ বছর ধরে মাদকের কারবারির সাথে জরিত ইয়াবা মনির ।”একতাই শক্তি একতাই বল, রুখে দাও মাদক বাঁচাও গ্রাম” এই প্রতিপাদ্য স্লোগানকে ধারন করে, (১৫ মার্চ) শনিবার বিকাল ৪টায় সদর ইউনিয়নের কল্পবাস ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে কল্পবাস মাঠে এই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার কল্পবাস এলাকার বিখ্যাত মাদক কারবারি ইয়াবা মনির মাইকে গ্রামের মানুষের সাথে ওয়াদা করেন যে সে আজ থেকে কোন প্রকার মাদক কারবার বা সেবনের সাথে জরিত থাকবেনা ।
সঠিক পথে সামাজিক ভাবে সবার সাথে মিলে মিশে চলার অঙ্গীকার করে মনির হোসেন । এতে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারন সম্পাদক, ফারুক আহাম্মদ, ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান।
সভায় শিরু মিয়া মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, কামাল হোসেন, আব্দুল হান্নান, মনিরুল আলম, হুমায়ুন কবির, এমদাদুল হক সবুজ, রবি উল্লাহ, এরশাদ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাদের, বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, কাউছার আহাম্মেদ, হৃদয় হাছান সহ কল্পবাস গ্রামের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এসময় মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী একাত্নতা ঘোষণা করা হয়।
এ ইউ/
Discussion about this post