চুয়াডাঙ্গার জীবননগর থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে ‘চোরাকারবারি’ বলছে বিজিবি।
সোমবার সন্ধ্যায় জীবননগর থানা মোড় থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক মো. রাজ রকি (৩২) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
সহকারী পরিচালক সাইফুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ রকিকে আটকের পর ক্যাম্পে নিয়ে মলদ্বার থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।
জব্দ করা এসব স্বর্ণের ওজন ৭২৮.৯৬ গ্রাম। মূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।
এ ঘটনায় মামলা দায়ের এবং জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
এম এইচ/
Discussion about this post