ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রায় ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর রাশিয়া এবং ইউক্রেন রাতারাতি বিমান হামলা শুরু করেছে। এতে উভয় দেশের বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত রাতের হামলায় সুমির একটি হাসপাতালসহ “বেসামরিক অবকাঠামো” ক্ষতিগ্রস্ত হয়েছে।
আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় অঞ্চল ক্রাসনোদারের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলার ফলে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়, তবে এর খুব বেশি ভয়ানক ছিল না।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) ফোনালাপে পুতিন ট্রাম্পকে বলেছিলেন যে ইউক্রেনকে মিত্ররা সামরিক সহায়তা দেয়া বন্ধ করলে এবং কেবলমাত্র জ্বালানী অবকাঠামোতে হামলা বন্ধ করতে সম্মত হলেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই কলে ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানী স্থাপনায় হামলা বন্ধে রাজি হন পুতিন।
এদিকে, রাশিয়া ও ইউক্রেন আজ ১৭৫ জন বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।
সূত্র : বিবিসি
এ ইউ/
Discussion about this post