যুদ্ধবিরতি চুক্তি ভেঙে কোনো সতর্কতা ছাড়াই ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। ভয়ানক এই হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ।
শুক্রবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।
আইডিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়। এই হামলার লক্ষ্য ছিল হামাসের ঘাঁটি, যেখানে বোমাবর্ষণ করা হয়। হামলায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশ নিহত হন। আইডিএফ দাবি করেছে, তাবাশ হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন এবং বহু হামলার মূলহোতা ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটের প্রধান ছিলেন। এছাড়াও তিনি খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং গাজায় হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। বিশেষত, দক্ষিণ গাজায় তিনি সক্রিয় ছিলেন। আইডিএফ তাবাশের মৃত্যুকে একটি বড়সড় সাফল্য হিসেবে দেখছে।
ইসরায়েলের দাবি অনুযায়ী, তাবাশ ২০০৫ সালে গাজার গাশ কাটিফ জংশনে আত্মঘাতী বোমা হামলার মূলহোতা ছিলেন। এ ছাড়াও তার ষড়যন্ত্রে বেশ কয়েকটি হামলা ঘটেছে। আইডিএফ আরও দাবি করেছে, তাবাশ তার দক্ষতা কাজে লাগিয়ে কিছু ক্ষেত্রে হামাসকে আইডিএফের হামলা প্রতিহত করতে সক্ষম করেছিল।
তাদের মতে, তাবাশের মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে পরবর্তী সংগ্রাম অনেক সহজ হবে। তবে, এখন পর্যন্ত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই ঘটনায় কোনো মন্তব্য করেনি।
এ ইউ/
Discussion about this post