কোনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। এ বিধান করে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ মার্চ) খসড়াটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিদ্যমান আমানত সুরক্ষা আইনে কোনও ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত দেয়ার বিধান রয়েছে। গত আওয়ামী লীগ সরকারের সময় এটি সংশোধন করে ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেয়ার বিধান করার উদ্যোগ নিলেও তখন তা করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা ১৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ২২৭টি। এর মধ্যে দুই লাখ বা তার নিচে অর্থ আছে ১৪ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৭৩৩টিতে। অর্থাৎ আমানত বীমা বৃদ্ধির কারণে দেশের প্রায় ৯৫ শতাংশ আমানতকারীর অর্থই নিরাপদ হয়ে গেছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে দুই লাখ টাকার বেশি থাকা অ্যাকাউন্টের মালিকরা বিপদে পড়বেন। এ ক্ষেত্রে তাদের দেওয়া হবে মাত্র দুই লাখ টাকা।
এ ইউ/
Discussion about this post