রাজধানীর বনানীতে ৪২ জন পোশাক শ্রমিককে বহন করা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ মার্চ) ভোরে দুর্ঘটনাটি ঘটে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়া করতো। বাসটি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে গাজীপুর যাচ্ছিল। পথে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয়জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এস এইচ/
Discussion about this post