সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহী পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের একটি মসজিদে রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। নামাজে মুসল্লিদের উপস্থিত ছিল মোট ১৯ জন। পুরুষ মুসল্লি ছিলেন ১৬ জন এবং নারী ছিলেন ৩ জন।
ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা জানান, আমরা পূর্বে দেশের প্রচলিত নিয়মের ঈদের জামাত আদায় করতাম। ঈদের নামাজ আদায়ের পরে একে অপরে তারা কোলাকুলি করেন।
ইমাম মোঃ রহিম গাজী বলেন, যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন দেশ থেকে আমরা চাঁদ দেখতে পাই না। সেটা আমাদের ব্যর্থতা। সৌদি আরব পৃথিবীর মূল কেন্দ্র সে কারণে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হয়।আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর আগে থেকে। আগে মুসলিম কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম। বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় দুই তিন বছর থেকে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।
এম এইচ/
Discussion about this post