বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাত ১০:৩০ মিনিটে সংগঠনটির আরেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
উমামা ফাতেমা তার স্ট্যাটাসে জানান, তানিফা আহমেদ ছাত্র আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার কাজের প্রতি নিষ্ঠা ও একনিষ্ঠতা নিয়ে তিনি সবসময় তার দায়িত্ব পালন করতেন।
তানিফার আকস্মিক মৃত্যুর সংবাদটি সংগঠনটির সদস্যদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। উমামা ফাতেমা আরও জানান, তানিফা আহমেদ শুধু আন্দোলনটির একজন নেতা ছিলেন না, তিনি বিশ্বাস ও আদর্শের জন্য কাজ করে গেছেন। তার অকাল চলে যাওয়া সংগঠনটির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।
শোকাবহ এই মুহূর্তে, উমামা ফাতেমা আল্লাহর কাছে তানিফার আত্মার শান্তি কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করে দোয়া করেন।
এ দুর্ঘটনায় তানিফার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনটি তার সহকর্মীদের শোকসন্তপ্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
এস এইচ/
Discussion about this post