চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) অভিযোগ করেছেন পিংকি আক্তার।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।
অন্যদিকে অভিযোগের বিষয়টি জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি। অভিনেত্রীর পক্ষ থেকেও এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এস এইচ/
Discussion about this post