নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য একটি পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তাই নির্বাচন কমিশন তাদের জন্য তিনটি পদ্ধতি বাছাই করেছে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তিনটি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে, ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
বাংলাদেশের জন্য যে কোনো একটি পদ্ধতিতে ভোট গ্রহণ সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, এজন্য মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। কারণ, দেশভেদে ভোটের পরিবেশ ভিন্ন। তবে তিনটি পদ্ধতি নিয়ে মক টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে ইসির কাছে জানতে চাওয়া হয়, স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করা হবে কিনা?
জবাবে আবুল ফজল বলেন, পৃথিবীর সব দেশ জাতীয় নির্বাচনে রেখেছে। আমরা আগে জাতীয় নির্বাচনে করি। তারপর স্থানীয় নির্বাচনের বিষয়ে বলতে পারব।
এ সময় কতদিনের মধ্যে প্রবাসীরা ভোটদান পদ্ধতি ব্যবহার করতে পারবেন, জানতে চাইলে তিনি বলেন, সিস্টেম ডেভেলপ না হওয়া পর্যন্ত বলা যাবে না, কতদিন সময় লাগবে।
এ ইউ/
Discussion about this post