জামিনে মুক্ত হয়ে জেলগেটে মারধরের শিকার হওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট তাড়াশ থানায় বিস্ফোরক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন। কারামুক্তির পর জেলগেটে তাকে ছাত্র-জনতা ধরে মারধর করে। এরপর রাতেই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর তখন গণমাধ্যমকে বলেন, সাবেক এমপিকে নিরাপত্তার স্বার্থে থানায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, সাবেক এমপি আব্দুল আজিজকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। জামিনে মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও তাকে কারাগারে পাঠানো হলো।
এ ইউ/
Discussion about this post