শিল্প খাতে গ্যাসের নতুন মূল্য ঘোষণা হতে যাচ্ছে আজ রবিবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন দাম সম্পর্কে বিস্তারিত জানাবে।
বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা করে পরিশোধ করছেন। তবে বিইআরসি জানিয়েছে, যারা ইতোমধ্যে গ্যাস সংযোগ পেয়েছেন, তারা আগের নির্ধারিত দামে গ্যাস পাবেন। নতুন সংযোগপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানের জন্য গ্যাসের মূল্য ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে হতে পারে বলে আলোচনার মধ্যে রয়েছে।
এর আগে, পেট্রোবাংলা প্রস্তাব করেছিল যে বিদ্যমান গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য অপরিবর্তিত রাখা হোক, তবে নতুন সংযোগপ্রাপ্ত ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য দাম বাড়ানোর প্রস্তাব ছিল। প্রস্তাবে বলা হয়, প্রতিশ্রুত গ্রাহকদের জন্য অর্ধেক গ্যাসের বিল পুরনো দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা দরে আদায় করা হোক। নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের দাম সরাসরি ৭৫.৭২ টাকা করার প্রস্তাবও ছিল।
২৬ ফেব্রুয়ারিতে বিইআরসি এক জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করেছিল, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে, একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে অনেক সমালোচনা হয়। উদ্যোক্তারা জানান, একে অপরের সাথে সমান প্রতিযোগিতার সুযোগ না থাকলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং নতুন বিনিয়োগে বাধা আসতে পারে, যা দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।
আজকের ঘোষণা শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে বলে অনেকেই মনে করছেন এবং বিইআরসি কী দিকনির্দেশনা অনুসরণ করে নতুন দরের সিদ্ধান্ত নেবে, তা নিয়ে শিল্প মালিকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
এ ইউ/
Discussion about this post