নাম দেওয়া হয়েছিল, ‘সমবায় ব্যাংক’। কারও কোনও সন্দেহ হয়নি। কষ্টের টাকা সেই ‘ব্যাংকে’ রাখতেন এলাকাবাসী। কিন্তু শেষে দেখা গেল গোটাটাই ভুয়ো। অভিযোগ, গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছেন ‘ব্যাংক ম্যানেজার’। উধাও কর্মচারীরাও!
উত্তর-দক্ষিণ ২৪ পরগনার হাবরারে এই ঘটনায় এখন মাথায় হাত প্রায় হাজার গ্রাহকের। টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না, কার কাছে চাইবেন, কিছুই বুঝতে পারছেন না তাঁরা। লাখ লাখ টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই।
পুলিশ সূত্রে খবর, হাবরার পৃথিবা পঞ্চায়েতে আনোয়ার বেড়িয়া সমবায় ব্যাংক নামে ‘ভুয়ো প্রতিষ্ঠান’ খুলে বসেছিলেন ফরিদা বিবি নামের এক মহিলা। তিনিই ছিলেন ব্যাংক ম্যানেজার। দীর্ঘদিন ধরে এ ভাবেই চলছিল। কারও সন্দেহ হয়নি। ভবিষ্যতের কথা ভেবে অনেকেই টাকা রেখেছিলেন। এমন কাণ্ড যে হতে পারে তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউই।
গ্রাহকদের অভিযোগ, দু-চারদিন আগে দেখা যায় ব্যাংকের গেটে তালা। খোঁজ নিয়ে তাঁরা দেখেন, সপরিবারে উধাও হয়ে গিয়েছেন ব্যাংক ম্যানেজার ফরিদা বিবি। খোঁজ নেই কর্মচারীরা আলাদিন মণ্ডল ও রুলামিন মণ্ডলেরও। অভিযোগ, তাঁদের কাছেই টাকা জমা দিতেন গ্রাহকরা।
এই ঘটনা সামনে আসতেই এলাকায়ে চাঞ্চল্য ছড়ায়। প্রতারিত গ্রাহকরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন। হাবরা থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রায় এক কোটি টাকার প্রতারণা হয়েছে।
ইতিমধ্যেই অভিযুক্ত ফরিদা বিবির বাড়ি সিজ করেছে পুলিশ। ভুয়ো সমবায় ব্যাঙ্কের কয়েকটি অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, যে কোনও উপায়ে তাঁদের প্রাপ্য টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।
এ ইউ/
Discussion about this post