দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামের এক মাসের শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনের অভিযোগ হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, ‘গাড়ির চাকা ও ব্যাটারি নষ্ট, তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে। আরএমও স্যার নেই তাই টাকার জন্য চাকা ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম। রোগীদের দেখলে খুব খারাপ লাগে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারের সংকট রয়েছে। একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট। ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন ৪ জন। তারাও ঠিকমতো উপস্থিত থাকে না। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।
বিষয়টি রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তিনি এখনো যোগদান করেননি।
এম এইচ/
Discussion about this post