গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর ঢাকার বাইরে প্রথম সফরে গোপালগঞ্জ গেলেন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পরে তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে শেখ হাসিনা শনিবার সকাল সোয়া ৯টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে রওনা হন। সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতু অতিক্রম করে।
দুইদিনের এই সফরের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। সফরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা।
এরআগে নির্বাচনি জনসভায় অংশ নিতে গত ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারও গঠন করা হয়েছে।
এস আর/
Discussion about this post