জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে সমাজকর্মী ও তরুণ সাংবাদিক মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. সাইফ উদ্দিন গিয়াস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি সামনে এসেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ এপ্রিলে দেওয়া মুহাম্মদ আবু আবিদের নিয়োগ আদেশটি বাতিল করা হলো।
এর ঠিক দুই দিন আগেই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের ঘোষণা দেয়া হয়। সে সময় প্রজ্ঞাপনে বলা হয়, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তাবলি নিয়োগপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।
এস এইচ/
Discussion about this post