হজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সৌদি প্রশাসন। হজ পালনে বেশ কড়াকড়ি আরোপও করেছে দেশটি। সর্বশেষ হজযাত্রীদের নিরাপত্তা ও বৈধ সফরের বিষয়ে নির্দেশনা জারি করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
শনিবার (১৯ এপ্রিল) দেশটির প্রেস এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ। এতে বলা হয়, প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারণামূলক হজের বিজ্ঞাপনগুলোর বিরুদ্ধে সতর্ক করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
একইসঙ্গে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, চলতি বছর হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি পারমিট পেতে হবে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হজের মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রবিধানের সম্পূর্ণ সম্মতি অপরিহার্য।
মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২৯ এপ্রিল হজ মৌসুমের প্রস্তুতির জন্য ওমরাহ ভিসাধারীদের জন্য চূড়ান্ত প্রস্থানের তারিখ। এদিকে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি জানিয়েছে, হজ প্রবিধানগুলো ২৩ এপ্রিল থেকে কার্যকর হবে। মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সমস্ত বাসিন্দাদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে একটি বৈধ প্রবেশের অনুমতি নিতে হবে। পারমিট ছাড়া নিরাপত্তা চেকপয়েন্টে প্রবেশ নিষিদ্ধ।
কর্তৃপক্ষ এর আগে জোর দিয়ে জানিয়েছিল, হজ পদ্ধতি কঠোরভাবে প্রয়োগ করা হবে। ওয়ার্ক এন্ট্রি পারমিট, মক্কায় অবস্থানের আইডি বা অফিসিয়াল হজ পারমিট ছাড়া যানবাহন এবং বাসিন্দাদের ফিরিয়ে দেয়া হবে।
এ ইউ/
Discussion about this post