সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার ভাড়াবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে স্ত্রী রোকসানা আক্তারকে কুপিয়ে হত্যা করে লাশ ওড়না দিয়ে পেঁচিয়ে লাশে আগুন ধরিয়ে পালিয়ে যায় স্বামী বাবু ডাক্তার। পরে প্রতিবেশীরা খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে সকালে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নির্মম এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, হত্যাকারী স্বামীকে আটকের চেষ্টা চলছে।
এ ইউ/
Discussion about this post