গাজা উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইলি বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। শনিবার (১৯ এপ্রিল) ইসরাইলি বাহিনী জানিয়েছে, উত্তর গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত ও ৫ জন আহত হয়েছেন।
১৮ মার্চ থেকে গাজায় ইসরাইলের পুনরায় হামলা শুরুর পর এবারই প্রথম কোন ইসরাইলি সেনা প্রাণ হারালেন। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর মোট ৪১২ জন সদস্য প্রাণ হারিয়েছে।
এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর টানা বোমাবর্ষণ চলছেই। ইসরাইলের সাম্প্রতিক হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১,৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে, গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
আল-জাজিরার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শনিবার (১৯ এপ্রিল) গাজার বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই হামলায় আরও অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
এদিকে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় ও বন্দিদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর নেতানিয়াহু বলেন, তিনি গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন ও সামরিক চাপ আরও বাড়াবেন।
এম এইচ/
Discussion about this post