বয়সে ছোট হলেও দায়িত্ব পালন করছে একজন পেশাদার সাংবাদিকের মতো। গাজায় ১১ বছর বয়সী শিশু সাংবাদিক সুমাইয়া উশাহ নিচ্ছে সাক্ষাৎকার, তুলে ধরছে গাজার যুদ্ধবিধ্বস্ত জনজীবন, সাধারণ মানুষের অন্তহীন কষ্ট এবং অসহায়ত্ব। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে থেকেই সুমাইয়ার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। কিন্তু জন্মভূমির ভয়াবহ সংকট তাকে ১১ বছর বয়সেই ঠেলে দেয় বাস্তবতার সামনে।
সুমাইয়া উশাহ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সাংবাদিক হতে চাইতাম। অন্যান্য সাংবাদিকদের নকল করতাম। এখন আমি নিজেই সাংবাদিকতা করছি। এটা বিশ্বের সামনে আমার নিজেকে প্রমাণের সুযোগ।’
শিশু সাংবাদিক সুমাইয়া জানে তার কাজে ঝুঁকি আছে। যেকোনো মুহূর্তে হতে পারে টার্গেট। তবুও ভয় নেই তার চোখে।
এম এইচ/
Discussion about this post