সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটিতে এক তরুণীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যাচ্ছে, এবং অনলাইনজুড়ে অনেকেই দাবি করছেন- ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ভিডিওর মেয়েটি রুবাইয়া ইয়াসমিন নন, বরং তিনি Mx Juthi নামে পরিচিত একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই।
মশিউর রহমান বলেন, “আজ সারাদিন সোশ্যাল মিডিয়ায় যে নামে ভিডিওটি ছড়ানো হয়েছে, তা একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। যাচাই না করে অনেকে তাতে অংশ নিয়েছেন, যা দুর্ভাগ্যজনক।”
তিনি আরও জানান, Mx Juthi শুধুমাত্র টিকটক ও ইনস্টাগ্রামে অ্যাক্টিভ একজন সাধারণ তরুণী, এবং তার ব্যক্তিগত জীবনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অন্যায়। কারো ব্যক্তিগত আচরণ নিয়ে কারও আপত্তি থাকতেই পারে, কিন্তু সেটিকে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক অস্ত্র বানানো অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ।
এম এইচ/
Discussion about this post