ভারতের প্রসিদ্ধ আলেম ও হাজারো আলেমের শিক্ষক শাইখুল হাদিস মাওলানা আকিল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৮ এপ্রিল) তিনি ইন্তেকাল করেন। মাওলানা আকিল ভারতের অন্যতম শীর্ষ ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান সাহারানপুরস্থ মাজাহিরুল উলুম এর প্রধান পরিচালক ও শাইখুল হাদিস ছিলেন।
মাওলানা আকিল (রহ.) ছিলেন শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া কান্ধলবি (রহ.)- এর বিশেষ ছাত্র, খলিফা ও জামাতা। তিনি সুদীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে মাযাহেরে উলুম সাহারানপুরে হাদিসের খেদমত করেছেন।
তিনি রচনা করেছেন সুনানে আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ ‘আদ-দুররুল মানদুদ’ এর মতো জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যাগ্রন্থ। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ দেশের ধর্মীয় ব্যক্তিবর্গ।
শোক বার্তায়া তারা বলেন, মাওলানা আকিল (রহ.)-এর ইন্তেকালে বিশ্ব আলেম সমাজ একজন বিদগ্ধ আলেমে দ্বীন ও মানুষ গড়ার কারিগরকে হারালো। ভারতে দারুল উলুম দেওবন্দের পর মাজাহিরুল উলুম সাহারানপুরের অবস্থান। এই প্রতিষ্ঠান থেকে ফারেগ হওয়া আলেমগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। মাওলানা আকিল (রহ.) ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও ফাজায়েলে আমলের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহ. এর জামাতা। সাহরানপুর মাদ্রাসার শিক্ষা কারিকুলামে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
এম এইচ/
Discussion about this post