ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করছেন। শনিবার (৩ মে) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এক বিবৃতিতে মুবারক বলেছেন যে তিনি “অনেক সমস্যার” সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও রয়েছে। অন্তত ছয়টি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইয়েমেনের রাষ্ট্রপতি পরিষদের প্রধান রাশাদ আল-আলিমির সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের পর তিনি পদত্যাগ করেছেন। এর আগে মুবারক সরকারের ১২ জন মন্ত্রীকে বরখাস্ত করার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।
সূত্রগুলো জানিয়েছেন, অর্থমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইককে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। ইয়েমেনের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেন আহমেদ আওয়াদ বিন মুবারক। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
সূত্র : রয়টার্স
এস এইচ/
Discussion about this post