কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া একজন আহত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে এ খবর পাওয়া যায়।
মৃত দু’জন হলেন- ফারিয়া জান্নাত (১৫) ও আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫)। উভয়ই পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া বাদল মিয়া নামে একজন আহত হয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এইচ/
Discussion about this post