ঈদুল আজহা উপলক্ষে জুনে দুদিন ছুটি বাড়িয়ে এবং চলতি মাসে কর্মদিবসের সংখ্যা দুই দিন বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তার সঙ্গে মিল রেখে আগামী ১৭ ও ২৪ মে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ দুইদিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিভাগের সেবা শাখার সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও এ দুইদিন সব সরকারি ও বেসরকারি সব অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
“সে নির্দেশনার আলোকে এ দুই শনিবার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অফিস ও সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।”
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, “সরকার আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।”
১৭ ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে আদেশে।
আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোতে পাঠিয়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠিয়ে বিশ্ববিদ্যালয় খোলা রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালযয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের পর আগামী ১১ বুধবার ও ১২ জুন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার বদলে চলতি মে মাসের ১৭ ও ২৪ তারিখ শনিবারের দুই সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে।
তবে বাড়তি ছুটির দুই দিনে জরুরি সেবায় নিয়োজিত সরকারি দপ্তরগুলো খোলা রাখতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
আগামী ঈদুল আজহা ঘিরে চাকরিজীবীদের টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ করে দিতে ‘অ্যালোকেশন অব বিজনেস’ অনুযায়ী ছুটির সূচিতে এই অদল বদলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দুই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা, যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বে না।
হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এ ইউ/
Discussion about this post