নির্দিষ্ট সময়ের বেশ কয়েক ঘণ্টা পার হলেও বিমান ছাড়ছে না। মূলত প্রথম যে পাইলটের বিমান নিয়ে উড়াল দেওয়ার কথা ছিল তিনি যথাসময়ে আসতে না পারায় এমনটা হয়। এরপর নতুন পাইলট আসলেও তিনি জানান বিমান ছাড়তে আরও ঘণ্টাখানেক দেরি হবে। পাইলটের এমন ঘোষণায় মেজাজ হারিয়ে তাকে ঘুষি মেরে বসলেন এক যাত্রী।
ভারতের একটি বিমানবন্দরে এমন তুলকালাম কাণ্ড ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের পর পাইলট এসে ঘোষণা দেন বিমান ছাড়তে কিছুটা দেরি হবে। এমন ঘোষণা শোনার পরই পাইলটকে ঘুষি মারেন এক যাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের ইন্ডিগো বিমানের ফ্লাইটি উড্ডয়নের জন্য প্রথম যে পাইলটকে প্রস্তুত রাখা হয় তিনি যথাসময়ে আসতে পারেননি। এ জন্য তার পরিবর্তে নতুন পাইলট আনা হয়। পরে নতুন পাইলটের সব প্রস্তুতি শেষে বিমান ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে-এমন ঘোষণা দিলে পেছনের সারিতে বসা এক যাত্রী ওই পাইলটকে ঘুষি মারেন। সেই মুহূর্তের কিছু ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তবে ইন্ডিগো এয়ারের ঠিক কোন ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিও দেখার পর এক নেটিজেন লিখেছেন, বিমান দেরিতে ছাড়ার ক্ষেত্রে পাইলটের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। সময়ের চেয়ে নিরাপদ যাত্রা জরুরি। হামলাকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন তিনি। আরেক জন লেখেন, তাকে আর কখনো বিমানে উঠতে দেওয়া উচিত নয়।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানিয়েছে, এ ঘটনাটি দিল্লি বিমানবন্দরে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ সেখানে ঘন কুয়াশার কারণে ১১০টি ফ্লাইট দেরিতে ছাড়া হয়েছে। এ ছাড়া বাতিল করা হয়েছে ৭৯টি ফ্লাইট। প্রত্যেকটি ফ্লাইট গড়ে প্রায় এক ঘণ্টা করে দেরিতে ছেড়েছে।
এফএস/
Discussion about this post