ভারতীয় পণ্য ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন,“আসুন সবাই ভারতীয় পণ্য ও চ্যানেল বর্জনের জন্য সোচ্চার হই। আজ আমরা অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে পড়েছি।”
তিনি আরও লিখেছেন,“পণ্যগুলো দেশীয় পণ্যের বাজার ধ্বংস করছে। চ্যানেলগুলো সমাজ-সংসার ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”
এই বক্তব্যে তিনি সরাসরি ভারতীয় পণ্য ও গণমাধ্যমের কারণে দেশের অর্থনীতি ও সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন। তার মতে, এই আগ্রাসনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি।
এম এইচ/
Discussion about this post