চ্যাম্পিয়নশিপ প্লে-অফের প্রথম লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে একই ব্যবধানে জয় তুলে নিয়েছে হামজা চৌধুরীর দল। ফলে সেমিফাইনালে ব্রিস্টলকে বিদায় করে প্লে-অফের ফাইনালে উঠলো শেফিল্ড ইউনাইটেড। সোমবার (১২ মে) দারুণ পারফরম্যান্সে আরও একবার ঘরের মাঠে দর্শকদের ভালোবাসায় সিক্ত হলেন হামজা চৌধুরী।
এই জয়ের পেছনে যেমন রক্ষণভাগে ভূমিকা রেখেছেন বাংলাদেশের বংশোদ্ভূত রাইটব্যাক হামজা। পুরো মৌসুম জুড়েই শেফিল্ডের রক্ষণে নির্ভরতার এক নাম হামজা। আর সেমিফাইনালের গুরুত্বপূর্ণ এই ম্যাচেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
ম্যাচজুড়ে ৪টি সফল ট্যাকেল, একটি ক্লিয়ারেন্স এবং দুইবার বল রিকোভারির মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ আটকে দেন হামজা। এ ছাড়া আক্রমণেও সাহায্য করেছেন তিনি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনাল জিতে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে শেফিল্ড। আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্দারল্যান্ড ও কভেন্ট্রি সিটি মুখোমুখি হবে। প্রথম লেগে ১-০ গোলে জয় পায় সান্দারল্যান্ড। ফলে দ্বিতীয় লেগে এগিয়ে থাকবে তারা।
ফাইনালের একটা জয়ই শেফিল্ড ইউনাইটেডকে পৌঁছে দেবে প্রিমিয়ার লিগে।
এস এইচ/
Discussion about this post