মাসের শেষ দিনেও নিজের চরিত্র বজায় রেখেছে বৈশাখ। তীব্র গরমে সর্বত্রই হাঁসফাঁস জনজীবন। এমন অবস্থায় দেশের ১৬ জেলায় বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারির পাশাপাশি সন্ধ্যার মধ্যেই ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এক সতর্কবার্তায় বলা হয়, বুধবার সকাল পৌনে ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এই অবস্থায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরামর্শগুলো হলো-
১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২) জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪) নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
এম এইচ/
Discussion about this post